প্ল্যান এক এবং দুই এ কোথায় ঘুরবেন ।
প্রথম প্ল্যানে আপনারা চলে আসতে পারেন মুকুটমনিপুর ও সংলগ্ন এলাকা। মুকুটমনিপুর দেখার জন্য তো একটা দিন লাগবেই। অবশ্যই যদি ভালো করে দেখতে চান। একটা নাইট মুকুটমনিপুর কিম্বা ঝিলিমিলি রিমিল লজে থেকে বাকি এলাকাগুলিও দেখে নিতে পারেন। অম্বিকানগর রাজবাড়ী, সুতান জঙ্গল, ঝিলিমিলি জঙ্গল, জমুনা ব্রিজ এবং ছেন্দাপাথর ক্ষুদিরাম পার্ক। এই পুরো টুরটা দুদিনে কমপ্লিট করতে পারেন। হ্যাঁ তালবেড়িয়ার ড্যামও এই টুরে দেখতে ভুলবেন না যেন। এটি একটি অসাধারন টুর হতে চলেছে। সুইজারল্যান্ডের স্বাদ পেতে পারেন। ভ্রমণপিপাসুদের জন্য এক আদর্শ জায়গা। যারা নৈসর্গ প্রেমিক তারা অত্যন্ত আনন্দ পাবেন।
দ্বিতীয় প্ল্যানে দেখে নিতে পারেন বড়দি পাহাড়, সবুজদ্বীপ, চেঁচুড়িয়া ইকোপার্ক, ঘাঘর, অন্য শুশুনিয়া, হাড়মাসড়া জৈন মন্দির। এই টুরেও দেড় থেকে দুদিন খরচ হবে। শুনুকপাহাড়ী একো পার্কটাও এই টুরেই দেখে নিতে পারেন। এই টুরে সিমলাপালকেও জুড়ে দেবেন। জুড়ে দেবেন রঙ্কিণীতলা মন্দির। সবুজদ্বীপে থাকার ব্যবস্থা আছে। কিম্বা সোজা বাঁকুড়া টাউনেও থাকতে পারেন সবশেষে শুনুকপাহাড়ি পার্ক দেখে।
No comments:
Post a Comment