অঞ্চলগত শ্রেণীবিভাগ
অঞ্চলগতভাবে বাঁকুড়ার পর্যটনক্ষেত্রকে চারভাগে ভাগ করা যায়- ১) উত্তর বাঁকুড়ার পর্যনস্থল ২) দক্ষিণ-পশ্চিম ক্ষেত্রের পর্যটনস্থল ৩) দক্ষিণ-পূর্বের পর্যটন স্থল এবং ৪) মধ্য বাঁকুড়ার পর্যটনস্থল
উত্তর বাঁকুড়ার পর্যটনস্থল- বিহারীনাথ পাহাড়, মেজিয়া শিশু উদ্যান, বিসিন্দা পাহাড়, শুশুনিয়া পাহাড়, প্রভৃতি উল্লেখযোগ্য।
২) দক্ষিণ-পশ্চিম বাঁকুড়ার পর্যটনস্থল- এই অঞ্চলে পড়ে রানীবাঁধ-ঝিলিমিলির জঙ্গল, সুতান জঙ্গল, বামনিসিনি পাহাড়, মুকুটমনিপুর, ছেন্দাপাথর ক্ষুদিরাম পার্ক, মসক পাহাড় প্রভৃতি।
৩) দক্ষিণ পূর্বের বাঁকুড়ার পর্যটনস্থল- বিষ্ণুপুর মন্দির নগরী, জয়পুরের জঙ্গল, জয়রামবাটী প্রভৃতি।
৪) মধ্যবাঁকুড়ার পর্যটনস্থল- সোনাতপালের সূর্যমন্দির, বহুলাড়ার সিদ্ধেশ্বর মন্দির, শুনুক পাহাড়ির পার্ক, ইকো পার্ক, গাংদুয়া ড্যাম, কোড়ো পাহাড় প্রভৃতি।
No comments:
Post a Comment