Wednesday, January 14, 2026

কদমদেউলী ড্যাম

 

কদমদেউলী ড্যাম

 

শিলাবতী নদীর উপর কদমদেউলী গ্রামের নিকটে যে সুন্দর বাঁধ দেওয়া হয়েছে সেইটিই কদমদেউলীর ড্যাম। অনেকটা জায়গা জুড়ে জলের বিস্তারতা। ড্যামটির দুইদিকে ক্যানেলের জল ছাড়ার ব্যবস্থা রয়েছে যেগুলো নদীর আকার ধারন করেছে। আর মাঝখানে আসল নদীটি প্রবাহিত হয়েছে। নদীপ্রবাহে যে পাথরগুলো রয়েছে সেগুলো দেখার মত। বিশালাকার পাথর। বিভিন্ন ধরনের পাথরদারুন জায়গাটি। পিকনিকের জন্য চারটি শেড রয়েছে। রয়েছে একটি ওয়াচটাওয়ার। পিকনিক করার পক্ষে ভালো জায়গা। 

বাঁকুড়া হয়ে এলে হাতিরামপুরে পৌঁছান। সেখান থেকে পশ্চিমমুখে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি কদমদেউলী ড্যাম্প পর্যন্ত যায়। আর যদি শিবডাঙ্গার মোড় হয়ে যান তাহলে গোবিন্দপুরের মোড় পৌঁছে বাদিকে ঘুরে হাতিরামপুর পৌঁছান। সেখান থেকে পশ্চিমমুখে রাস্তাটি ধরুন। রাস্তা ক্যানেলের পাশ হয়েই যাচ্ছে খুব সাবধানে ড্রাইভ করবেন। খাল অনেকটাই তাই বলব কোনমতেই জলে নামার রিস্ক নেবেন না।

No comments:

Post a Comment

Spandan CT Scan Centre

  Spandan CT Scan Centre Bankura Sammilani Medical College & Hospital Gobindanagar, Bankura Contact No- 03242240397, 03242241496...