Wednesday, January 14, 2026

সুতান জঙ্গল

 

সুতান জঙ্গল

 

উঁচু নিচু ঢেউ খেলান রাস্তাটি ৮কিমি যাওয়ার পরই বামদিকের রাস্তাটি গেছে সুতান। ৬কিমি রাস্তা ওখান থেকে। তবে ৫.৬ কিমি যাওয়ার পর বামদিকের রাস্তা ধরতে হবে নচেত অন্য গ্রামে পৌঁছে যাবে। দারুন জায়গা। জঙ্গলে ভরপুর, গভীর অরণ্য। রাস্তাটি খুব সাবধানে চালাতে হবে। এ যেন কোন পার্বত্য অঞ্চলে প্রবেশ ঘটেছে। দারুন অনুভূতি। এক অন্য শিহরণ। জঙ্গল আর জণংল। ভাগ্য ভালো থাকলে ময়ূর বা অজগরের সাথে সাক্ষাৎ হতে পারে। হতে পারে হাতির দর্শনও। যাই হোক জায়গাটিতে একটি ঝরনা আছে,  বয়ে চলেছে জল, স্বচ্ছ জল। পিকনিকের আদর্শ জায়গাতো বটেই, ঘোরার জন্যও সুন্দর একটি জায়গা। কিছু জায়গায় ওয়াচটাওয়ারের ব্যবস্থা করা আছে। এক অন্যরকম অনুভূতি পাবেন জায়গাটিতে। মুকুটমনিপুর এসে থাকলে অবশ্যই এই জায়গাটিরও আনন্দ নিন। যেতে যেতে রাস্তার দুপাশ লক্ষ্য করলে দেখতে পাবেন ধীরে ধীরে নেমে গেছে জঙ্গল। বহু নিচ পর্যন্ত জঙ্গল এক পাহাড়ের অনুভূতি জাগায়।

No comments:

Post a Comment

Spandan CT Scan Centre

  Spandan CT Scan Centre Bankura Sammilani Medical College & Hospital Gobindanagar, Bankura Contact No- 03242240397, 03242241496...