গাংদুয়ার ড্যাম
বর্তমানে গাংদুয়ার ড্যাম পর্যটকদের কাছে নিয়ে এসেছে পর্যটন জগতে নতুন এক আশা। জায়গাটির অনন্য মনোরম দৃশ্য পর্যটন শিল্পে এক অন্য মাত্রা যোগ করেছে। শালি নদীর উপর বাঁধানো ড্যামকে ঘিরে তৈরী হয়েছে পর্যটন কেন্দ্র। আছে জঙ্গল। আছে নৌকা বিহারের ব্যবস্থা, আছে ছোটো একখানা পার্ক। পিকনিক সিজিনে স্থানটিতে ভিড় লক্ষ্য করা যায়। দারুন জায়গা। খাবার জলের জন্য টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে। এখানে এসে সামনের কোড়ো পাহাড়ের অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারেন। অমরকাননের গোবিন্দ প্রসাদ কলেজের পাশ দিয়েই গেছে রাস্তাটি। চারিদিকে বৃক্ষরাজির সমাবেশ আর তা ডিঙিয়ে এক বিশাল জলাধার। আছে নৌকা বিহারের ব্যবস্থাও। জল যেদিকে ছাড়া হয় তার মুখেই রয়েছে বড় বড় পাথর। ছবি তোলার পক্ষে ভালো। তবে কষ্ট করে নামতে হবে নিচে। রাস্তার বামপার্শ্বে একটি ছোটোখাটো পার্ক আছে। বাচ্চাদের পক্ষে ভালোতো বটেই, বড়দের কাছেও বিনোদনের এক সম্ভার। বাঁকুড়া সদর টাউন থেকে অনতি দূরেই অবস্থিত জায়গাটি। বাঁকুড়া টাউন থেকে ২৫ কিমি দূরে।দুর্গাপুর থেকে ৩৮ কিমি।
No comments:
Post a Comment