Wednesday, January 14, 2026

কোড়ো পাহাড়

 

কোড়ো পাহাড়

 

বাঁকুড়ার পর্যটন মানচিত্রে আর একটি সংযোজন কোড়ো পাহাড়। উচ্চতা আনুমানিক ৪০০ মিটার। বাঁকুড়ার অনতি দূরেই অবস্থিত পাহাড়টি। বাঁকুড়া দিক থেকে গেলে অমরকানন ঢোকার আগেই যে রাস্তাটি ডানদিকে চলে গেছে সেই রাস্তা ধরে ৩কিলোমিটার গেলেই পাওয়া যাবে কোড়ো পাহাড়। দারুন মনোরম পরিবেশ। শান্ত স্নিগ্ধ পরিবেশ। একেবারে উপরে রয়েছে দেবী অষ্টভূজার মন্দির। মন্দিরের চারিদিক প্রাচীরে ঘেরাদেওয়াল জুড়ে লেখা মূল্যবান বাণী। মন্দিরের উপরে উঠার জন্য আছে সিমেন্টের বাঁধানো সিড়ি। উপর থেকে নিচের ভিউ অসাধারন। 

No comments:

Post a Comment

রঙ্কিণীতলা

  রঙ্কিণীতলা সিমলাপালের লক্ষ্মীসাগর অঞ্চলের শ্যামপুর মৌজায় লোকদেবী রঙ্কিণীদেবীর মন্দির অবস্থিত। ১৯৪২ খৃষ্টাব্দে রাজা চৈতন্য সিংহ চৌধুরী ...