বিসিন্দা পাহাড়
গঙ্গাজলঘাটি থেকে অনতি দূরে অনতি উচ্চ একটি পাহাড় বিসিন্দা পাহাড়। একেবারে উপরে রয়েছে মা নাচন চন্ডীর মন্দির। দোল পূর্ণিমার সময় পাঁচদিন ধরে হরিনাম কীর্তন হয় এবং পাহাড়ের নিচে মেলা বসে। পাহাড়ে একটি গুহা রয়েছে যেটিতে অতীতে এক বাঘ বাস করত। পাহাড়ের নিচে রয়েছে একটি গেস্ট হাউস। দুটি রুম রয়েছে ওখানে। আগের থেকে বুকুং করে নেওয়াই ভালো।বুকিং করতে ৯৪৩৪৯৯৯৩৪৬ অথবা ৯৭৩৫৮৪২৮৫১ নম্বরে জীতেন গরাইকে ফোন করে নেবেন। পাহাড়ের উপর থেকে দেখতে পাবেন আযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, কোড়ো পাহাড়, গড় পঞ্চকোট।
No comments:
Post a Comment