প্ল্যান তিন এবং চার এ কোথায় ঘুরবেন?
দ্বিতীয় প্ল্যান শেষ হওয়ার পরেই তৃতীয় প্ল্যানের জন্য পৌঁছে যান গাংদুয়ার ড্যাম, কোড়ো পাহাড়, বিসিন্দা পাহাড়, তারাপুর শিশু উদ্যান, শুশুনিয়া এবং সবশেষে বিহারীনাথ পাহাড়। তৃতীয় টূরে শুশুনিয়া কিম্বা বিহারীনাথে হল্ট করুন। এই টুরটা কষ্টসাধ্য তাই দুদিনতো লাগবেই, বেশীও লাগতে পারে। এই টুরটা খুবই ভালো টুর, শুশুনিয়া বা বিহাড়ীনাথ থেকে মন ফিরতেই চাইবে না দেখবেন। অপরূপ দুধরনের রূপমাধুর্য্য দুই পাহাড়ের। যদি পুরুলিয়া, আসানসোল বা দূর্গাপুরের দিক থেকে হন তাহলে এই টুরটা শেষে করবেন। তাহলে বাড়ীর দিকে এগিয়ে থাকবেন।
চতুর্থ প্ল্যানে পৌঁছে যান জয়পুরের জঙ্গল দেখতে আর মন্দির নগরী বিষ্ণুপুর দেখতে। তার সাথে পাঁচমুড়ার মাটির হাতিঘোড়া কিনতে। আর দেউলভিড়া জৈনমন্দির দেখতে। জয়রামবাটীও এই টুরেই প্ল্যান করুন্। দেড়দিন সময় নিন। তারপর ফিরে যান কোলকাতার দিকে বাড়ী । জয়পুএ বনলতা বা মৌলিসা, কিম্বা বিষ্ণুপুর কিম্বা জয়রামবাটীতে থাকার লজ পেয়ে যাবেন। আমিতো বলব জয়পুরে থাকার কথা। কারণ সেটা এডভেঞ্চার হবে নতুন ধরনের জঙ্গলে রাত্রিবাসের। আর কোলকার দিকে বাড়ী হলেজয়রামবাটীতে রয়ে যান কারণ সেক্ষেত্রে এগিয়ে থাকবেন অনেকটাই।
No comments:
Post a Comment