জয়রামবাটী
১৮৫৩ সালের ২২ শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণ সপ্তমীতে এই স্থানেই জন্মগ্রহণ করেন মা সারদা। ১৯২৩ সালের ১৯ শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে স্বামী সারদানন্দজী মাতৃমন্দিরটি নির্মান করেন। সারদা মায়ের দেহাস্থি এই মন্দিরে স্থাপন করা হয়। মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাস্তুভিটা ছিল এই স্থানেই।১৯৫৩ সালের শুভ বাসন্তি শুক্লা ষষ্ঠিতে মায়ের শ্বেত পাথরের মূর্তি নির্মিত হয়। পুকুরটিতে মা এবং তার পরিবার পরিজনেরা স্নান করত। আছে একটি গেস্ট হাউজ। আছে একটি খামার বাড়ী যেখানে কপি, মূলো প্রভৃতি চাষ করা হয়। আছে একট গোয়ালঘর। সুসজ্জিত মাতৃমন্দির প্রাঙ্গন। মায়ের মাতা শ্যামাসুন্দরী দেবীর বাসগৃহটিও বর্তমান। সারদা মায়ের পুরাতন গৃহটিও আছে যেখানে ১৮৬৩ সাল থেকে ১৯১৫ সাল অবধি তিনি এখানে ছিলেন। সুরোবালা দেবীর বাড়ীটিও বর্তমান।
No comments:
Post a Comment